ই-পাসপোর্টের জন্য আবেদন (Rome )

Embassy of the People’s Republic of Bangladesh, Rome, Italy.

Embassy phone numbers: +39068083595, +39068078541 (landline).
Emergency numbers (for 24 hours): +393880507658, +393245556403 (ONLY FOR EMERGENCY SITUATION)
LOCATION : VIA DELL’ANTARTIDE 5-7, ROMA – 00144

29,85 

Category
ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
  • পাসপোর্টের মেয়াদ শেষ বা এক বছরের মধ্যে শেষ হবে তারা ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন। তবে পূর্বের অরিজিনাল পাসপোর্ট এবং একই তথ্যে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (41) অথবা জন্মনিবন্ধন সনদ লাগবে। উল্লেখ্য, বাংলাদেশি জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র ( NID ) তে Cognome বা Surname  নামের শেষে থাকে, কিন্তু ইতালিয়ান ডকুমেন্টে Cognome বা Surname নামের শুরুতে বা উপরে থাকে।
  • যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তারা ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন, তবে পুলিশ রিপোর্ট/দেনুনশা এর অরিজিনাল কপি লাগবে। এর সাথে পূর্বের পাসপোর্টের ফটোকপি এবং একই তথ্যে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID ) অথবা জন্মনিবন্ধন সনদ দাখিল করতে হবে।
  • পাসপোর্ট সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র (NID ) এর অনলাইন ভেরিফাইড কপি ও অংগীকারনামা জমা দিতে হবে। পিতা-মাতার নাম সংশোধনের জন্য আবেদনকারীর NID এর পাশাপাশি পিতা-মাতার NID এর কপি জমা দিতে হবে।
  • ইতালিতে জন্মগ্রহণকারী শিশুদের নতুন পাসপোর্টের জন্য শিশুর বাংলাদেশের জন্মনিবন্ধন সনদ (যেখানে জন্মস্থান লেখা থাকবে- ইতালি) এবং ইতালির কম্যুনে কর্তৃক ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদ (পিতা-মাতার নামসহ); পিতা ও মাতার পাসপোর্টের কপি জমা দিতে হবে৷ উল্লেখ্য, বাংলাদেশি জন্মনিবন্ধনে Cognome বা Surname নামের শেষে থাকে, কিন্তু ইতালিয়ান জন্মনিবন্ধনে Cognome বা Surname নামের শুরুতে বা উপরে থাকে।
  • শিক্ষার্থীদের পাসপোর্ট নবায়ন করার ফি ৩০ ইউরো৷ এজন্য শিক্ষার্থীর বয়স ন্যূনতম ০৬ (ছয়) বছর হতে হবে এবং তাকে কোন শ্রেণিতে পড়তে হবে;
  • স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইতালির যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত চলমান শিক্ষাবর্ষের সিলমোহর ও স্বাক্ষরিত সনদ উপস্থাপন করতে হবে;
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রদত্ত চলমান সেশন, অধ্যায়নরত বিষয়সহ বিস্তারিত উল্ল্যেখ করে সিলমোহর ও স্বাক্ষর সম্বলিত সনদ উপস্থাপন করতে হবে৷

 

Shopping Cart
ই-পাসপোর্টের জন্য আবেদন (Rome )
29,85 
× How can we help you?