
ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন | NID Registration ROME italy
নতুন ভোটার আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্র ( NID ) কার্ড এর আবেদন করতে প্রথমেই আপনার জন্ম নিবন্ধন এর অনলাইন কপি অর্থাৎ ডিজিটাল জন্ম নিবন্ধন থাকতে হবে। জন্ম নিবন্ধন থাকা বাধত্যতামূলক। এবং জন্ম নিবন্ধন শুধু বাংলা থাকলেই হবে না। বাংল এর পাশাপাশি জন্ম নিবন্ধন এর সকল তথ্য ইংরেজিতেও থাকতে হবে। জন্ম নিবন্ধন তথ্য ইংরেজি করা না থাকলে জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করতে হয় তা জেনে খুব সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজি করে নিতে পারেন।
19,85 €
NID করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
১। NID আবেদনের জন্য অনলাইন ফর্ম পুরন করতে হবে।
২। ইংরেজি জন্ম নিবন্ধনের ফটোকপি।
৩। জন্ম নিবন্ধনের অনলাইন ভেরিফাইড কপি।
৪। Valid মুল পাসপোর্ট।
৫। Valid মুল পাসপোর্টের ফটোকপি।
৬। এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
আবার ঠিকানা এর জন্য কর পরিষদ রশিদ / ইউটিলিটি বিল এর কপি প্রয়োজন হবে। রক্তের গ্রুপ প্রমাণ এর জন্য রক্তের গ্রুপ পরীক্ষা রিপোর্ট লাগে। নিম্নে নতুন ভোটার আইডি কার্ড আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হল :-
- জন্ম নিবন্ধন
- শিক্ষা সার্টিফিকেট
- নাগরিক সনদ , প্রত্যয়ন পত্র
- ইউটিলিটি বিলের কপি ( যেমন বিদ্যুৎ বিল )
- পিতা মাতার জাতীয় পরিচয় পত্র ( NID ) কার্ড এর কপি
- ট্যাক্স বা কর পরিশোধের রশিদ
যদি সম্ভব হই আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ও অন্য কাগজপত্র এর সাথে জমা দিতে পারেন। এসকল কাগজপত্র এর পাশাপাশি পূর্বে কখনো জাতীয় পরিচয় পত্র নিবন্ধন করেননি এই মর্মে একটি সম্পুূর্ণ অঙ্গিকারনামাও জমা দিতে হয়।